মেহেরপুর প্রতিনিধিঃগাংনীতে উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নিবার্চন উপলক্ষে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।আজ শনিবার (১০-১০-২০ ইং) ছিল মনোনয়ন পত্র প্রত্যাহার ও প্রাথীদের প্রতীক বরাদ্দএর দিন-তারিখ। নিধার্রিত সময়ের মধ্যে সভাপতি পদেএকজন (নাম প্রকাশে অনিচ্ছুক ) প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম (দোয়াত-কলম) ও হারুন অর রশীদ রবি(ক্যামেরা) , সম্পাদক পদে নূরুজ্জামান পাভেল (দোয়েল)ও মিনারুল ইসলাম (শাপলা ), সহ সম্পাদক পদে রাকিবুল ইসলাম কবি (গোলাপ ফুল) ও জাহিদ আহমেদ(ঘড়ি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।১৮ জন সদস্য (ভোটার)তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।৬ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। বাদবাকী প্রাথীরা ইতোমধ্যৈই বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হয়েছেন।নিবার্চন উৎসবমূখর করতে আগামী ১৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার নিবার্চন অনুষ্ঠিত হবে।