গাংনী অফিসঃগাংনীতে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান‘অনুপ্রেরণা’ সংগঠনের ৪র্থতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘তরুণরাই গড়বে দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার সীমান্তবতর্ী গ্রাম করমদী পশ্চিমপাড়ায় উদযাপিত হলো সমাজের অসহায়,দুঃস্থ , প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন অনুপ্রেরণা । হাটিঁ হাটি পা পা করে এগিয়ে চলা সংগঠনের সভাপতি আস্দুল্লাহ আল গালিবের মুখে জানতে পারলাম কিশোর -যুবাদের নিয়ে গঠিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যর কথা।
আজ রবিবার দুপুরে করমদী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের আগামী দিনের পথ চলার উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি তারুণ্যের অহংকার, উদীয়মান সমাজ সেবক, আসাদুল্লাহ আর গালিবের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। এসময় উপস্থিত থেকে সংগঠনের সদস্যদের উৎসাহিত করে বক্তব্য উপস্থাপন করেন, সাংবাদিক ফারুক আহমেদ, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান , স্থানীয় পর্যায়ের সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম স্বপন প্রমুখ।
সভাপতি গালিব তার স্বাগত বক্তব্যে বলেন, গ্রাম তথা এলাকার পিছিয়ে পড়া ভাগ্যহত দুঃস্থ অসহায়হত দরিদ্র মানুষের মেডিকেল সাপোর্ট, রক্ত দান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা দিয়ে থাকি। আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংগঠনের সাথে প্রায় আড়াইশত সদস্য রয়েছে। এরা মূলতঃ সবাই শিক্ষার্থী এবং বেকার। বাবা মায়ের দেয়া অর্থ থেকে কিছুটা বাচিয়ে আমাদের সকল কর্মসূচিতে অংশ নিয়ে থাকে।
সাংবাদিক সাহাজুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ লিংকন, এম এন পাভেল, মিনারুল ইসলাম, রাকিবুল ইসলাম কবি, এজাজউদ্দীন আহমেদ, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণার সহ-সভাপতি রেজবানুল নুল কাদির, মতিউর রহমান, সাংবাদিক এম এ লিংকন,এম এন পাভেল, মিনারুল ইসলাম, রাকিবুল ইসলাম কবি,জাহিদ মাহমুদ সহ অনুপ্রেরণা ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *