গাংনী অফিস : গাংনীতে অটোভ্যানের ধাক্কায় আব্দুর রশীদ (৬৫) নামের এক ঘরামীর মৃত্যু হয়েছে। ঘরামী (ঘরের ছাউনী মিস্ত্রী) আব্দুর রশীদ গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের আলতাব হোসেনের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আব্দুর রশীদ বিকেলে একটি অটোভ্যানে চড়ে বাড়ি থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে অপর একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।