তিতুদহ প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন নির্বাচনী প্রচার প্রচারনার শেষ দিনে জমকালো আয়োজন ও মটর সাইকেল র্যালি করছেন নৌকা প্রার্থী রাজুর। শেষ দিনের ভোটের আমেজ ভোটারদের দ্বারে দ্বারে স্থানীয় নেতাকর্মী নিয়ে ভোট প্রার্থনা করছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান রাজু।
গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা থেকে প্রচার প্রচারণা শুরু করেন তিনি গভীররাত পর্যন্ত গবর গাড়া সড়াবাড়িয়া সুজায়েতপুর গোষ্টবিহার,কালুপোল, খাড়াগোদা,গড়াইটুপিসহ বেশ কয়েকটি গ্রামে পথসভা করেন।
এ পথসভায় নৌকার কান্ডারী শফিকুর রহমান রাজু ভোটারদের উদ্দেশ্যে বলেন ,জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।উন্নয়নের ছোয়া লেগেছে শহর থেকে গ্রাম পর্যায়ে।আসন্ন ইউপি নির্বাচন পরিষদ নির্বাচনে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে জননেত্রী যাকে যোগ্য মনে করে নৌকার মাঝি হিসেবে আমাদের মাঝে দিয়েছেন। তাকে বিজয়ী করতে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে ভোট চেতে হবে।অতীতের ভুল-ভ্রান্তি ভুলে ব্যক্তি ইমেজে রাজুকে না,দলীয় ইমেজে নৌকাকে বিজয়ী করতে হবে। নির্বাচনী আচরণ বিধি মেনে আপনারা কাধে কাধ মিলিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করবেন।পথসভা অনুষ্ঠানে সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সবুর হোসেন ,তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম রোকন,কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান ইউনিয়ন সিনিয়র সভাপতি আবদুল হাকিম মন্ডল ওর্য়াড সেক্রেটারি সাইফুল ইসলাম সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামল আমিরুদ্দিন বুদ্ধি ৮নং ওর্য়াড সভাপতি মহসিন সহ আরও নেতৃবৃন্দ ও কয়েক শত ভোটার।