তিতুদহ প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন নির্বাচনী নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা ও রমরমা ভোটের আমেজ। ভোটারদের দ্বারে দ্বারে স্থানীয় নেতাকর্মী নিয়ে ভোট প্রার্থনা করছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান রাজু।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রচার প্রচারণা শুরু করেন তিনি গভীররাত পর্যন্ত গবর গাড়া সড়াবাড়িয়া সুজায়েতপুর গোষ্টবিহার,কালুপোল, খাড়াগোদা,গড়াইটুপিসহ বেশ কয়েকটি গ্রামে পথসভা করেন।
এ পথসভায় নৌকার কান্ডারী শফিকুর রহমান রাজু ভোটারদের উদ্দেশ্যে বলেন ,জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।উন্নয়নের ছোয়া লেগেছে শহর থেকে গ্রাম পর্যায়ে।আসন্ন ইউপি নির্বাচন পরিষদ নির্বাচনে নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে জননেত্রী যাকে যোগ্য মনে করে নৌকার মাঝি হিসেবে আমাদের মাঝে দিয়েছেন। তাকে বিজয়ী করতে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে ভোট চেতে হবে।অতীতের ভুল-ভ্রান্তি ভুলে ব্যক্তি ইমেজে রাজুকে না,দলীয় ইমেজে নৌকাকে বিজয়ী করতে হবে। নির্বাচনী আচরণ বিধি মেনে আপনারা কাধে কাধ মিলিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করবেন।পথসভা অনুষ্ঠানে সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বরকত আলি,মেহেরআলি,ছমির,কাশেম মাস্টার, আরশাদ মাস্টার, আশরাফুল মাস্টার,মশিউর মাস্টার,আলি হোসেন,সবজেল,তক্কেল, ঠান্ডু, মন্টু,আরমান,রহিম, আবদার,শহিদুল,ফকির,উজির,ফজলু,উজ্জ্বল, মঙ্গল, মনজের, কবির, মসলেম মল্লিক,ছাইদুর,মানোয়ার, শফি,ঝন্টু, সন্টু,আশরাফ,মনিরুদ্দিন,
গোস্টবিহার গ্রামে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আ.লীগ সভাপতি লিটন আলি,সহসভাপতি সানোয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু,ইউনিয়ন আ.লীগ সদস্য রোকন,খেদের, আলতাপ,সোনা,ফারুক,শাহিন,হটু মন্ডল মাহাতাব,সাহাবুদ্দিন,সাহাজদ্দি, রাসেল মন্ট,বেল্টু, নুর ইসলাম,মোজাম, মাস্টার,মশিউর মাস্টার, আকিদুল
প্রমুখ।