তিতুদহ প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন নির্বাচনী নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা ও রমরমা ভোটের আমেজ। ভোটারদের দ্বারে দ্বারে স্থানীয় নেতাকর্মী নিয়ে ভোট প্রার্থনা করছেন দামুরহদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু।ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহিদুর রহমান জাহিদ এর সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় গতকাল বুধবার বিকাল ৫ টায় অনুষ্ঠানটি পরিচালনা হয় গবর গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।গভীর রাত পযর্ন্ত খাসপাড়া সড়াবাড়ীয়া নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,সদর উপজেলা শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ফাতরুজ্জামান মাস্টার, সদর উপজেলা জাকের পার্টির সভাপতি শফি উদ্দিন,গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি আবু সাইদ,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি,আওলাদ বিশ্বাস, সিরাজুল ইসলাম,সাবেক মেম্বার মহি উদ্দিন,হাকিম মোল্লা,হায়দার আলি, শুশান্ত কর্মকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও মিজানুর মাস্টার। আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি আহাম্মেদ হাসানুজ্জামান মানিক,শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি নিলুয়ার হোসেন,শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সবুর হোসেন ,তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম রোকন,কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান

এ সময় আ.লীগের নৌকার কান্ডারী শফিকুর রহমান রাজু বলেন,দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। এ নির্বাচন সম্পন্ন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন হবে সূক্ষ্ম ও দুর্নীতিমুক্ত। তাই জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবে ও তাদের মনোনীত যোগ্য প্রার্থীকেই ভোট প্রদান করবে। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।মহামারী করোনা ভাইরাসের কারনে দেশের অপূরনীয় অর্থনৈতিক ক্ষতি মোকাবিলা করে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতিকে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে

আসন্ন ইউপি নির্বাচনে জেলা ও থানা আলীগের নেতৃবৃন্দ বিচার বিশ্লেষন করে ৩ জনের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন জননেত্রী শেখ হাসিনার কাছে।দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেন।এ নৌকা একা আমার না নৌকা জননেত্রী শেখ হাসিনার।এ নৌকা আ.লীগের।আজ আপনারা আমার বাবার সহযোদ্ধা তার সাথে সুখে দু:খে পাশে থেকেছেন।নিজের সবটুকু উজার করে আপনাদের সাথে নিয়ে জনগণের খেদমত করেছেন।তিনার অসমাপ্ত কাজ করার জন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করি ।আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে।আপনাদের অবদান অনস্বীকার্য। জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার জন্য যা করার আপনারা করবেন আশা করি।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,দেশের চলমান উন্নয়নের অগৈযাত্রায় রাষ্ট্র ক্ষমতায় আ.লীগ রয়েছে তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে আ.লীগের।এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বিমুখ ছিল শুধুমাত্র দলীয় চেয়ারম্যান না থাকার কারনে।বিএনপি জামায়াতাকে হটিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।
প্রধান অতিথি আব্দুল মান্নান নান্নু তার বক্তব্যে বলেন আগামী ২০ অক্টোবর নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচন সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ও সূক্ষ্মভাবে পরিচালনা হবে। বিগত তিতুদহ গড়াইটুপি ইউনিয়ন একসাথে থাকা অবস্থায় একনাগাড়ে ১২ বছর বিএনপি চেয়ারম্যান আক্তার হোসেন নির্বাচনে জয়লাভ করে কোন প্রকার উন্নতি করতে ব্যর্থ হয়েছেন। তিনি জনগণের কথা চিন্তা না করে নিজের ভাবছেন নিজের সম্পদের পাহাড় গড়েছেন। জনগণের জন্য কোনো প্রকার কাজ করতে পারেন নাই তাই। নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের জন্য নতুন এক চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান রাজু কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গ্রাম হবে শহর এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২০ অক্টোবর নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন নির্বাচনে শফিকুর রহমান রাজু কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে এসময় তিনি আরো বলেন জনগণের যেকোনো সমস্যায় নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করবেন না চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুর রহমান রাজু। জনগণ যদি পাশে থাকে তাহলে নৌকার জয় নিশ্চিত।
নির্বাচনী প্রচার প্রচারণা অনুষ্ঠানে সাধারণ জনগণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *