দর্শনা অফিস/তিতুদহ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার গড়াইটুপিতে চলছে ইউপি নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারনা চালাতে প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে তৈরী করেছেন নির্বাচন অফিস। গোবরগাড়া ও খাসপাড়ায় ঘোড়া প্রতীকের অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সেই সাথে অর্ধশত মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভন্ন গ্রামে তাণ্ডব তালিয়েছে দূর্বৃত্তরা। ফলে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে পেড়েছে। পুলিশ-প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।অভিযোগে জানাগেছে, আগামী ২০ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপির সাধারণ নির্বাচন। নির্বাচনের তফশীল ঘোষনার পর থেকে ভোটার এবং প্রার্থীদের মধ্যে অজানা আতংঙ্ক বিরাজ করতে শুরু করে। পুলিশ প্রশাসন প্রার্থীরা এবং ভোটারদের সাহস যোগালে ইউনিয়নবাসী নির্বাচনী মুখি হয়ে ওঠে। সব কিছুই চলছিলো ঠিকঠাক। নির্বাচনের আর মাত্র ২দিন বাকি। এরই মধ্যে হঠাৎ করে নির্বাচনী মাঠে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গবরগাড়া গ্রামে ঘোড়া প্রতীকের অফিসে আগুন এবং গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দূবৃত্তরা ইউনিয়নের গবরগাড়া এবং খাসপাড়া গ্রামে ঘোড়া প্রতীকের একাধিক অফিস ভাংচুর করেছে সেই সাথে ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শাসানো হয়েছে। এ ঘটনার পর থেকে ভোটারদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে ভোটের মাঠের শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠায় সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। সেই সাথে পুলিশি ভুমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এব্যপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, জানামাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।