স্টাফ রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ঝিনাইদহ সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য পারভীন জামান কল্পনা’র নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা।