খুলনা প্রতিনিধি:খুলনায় একটি ক্লিনিক থেকে ১৬৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং এগুলো সেবনের সরঞ্জামাদিসহ দুইজন কর্মচারীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত হেলথ গার্ডেন ক্লিনিকের চিকিৎসক সুমন রায়ের চেম্বারে অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্যসহ তাদের আটক করে। এ সময় ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। আটক দুই কর্মচারী হলেন, আসাদুজ্জামান হিরা ও অথৈ।

ক্লিনিকের কর্মচারীরা জানান, ডা. সুমন রায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার প্রচার ও জনসংযোগ সম্পাদক। এছাড়া ওই ক্লিনিকের মালিকানার একটি অংশ রয়েছে তার।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বলেন, ডা. সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা, গাঁজা এবং এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সেখানে বিদেশি মদের বোতল ও গাঁজা এবং ইয়াবা সেবনের উপকরণও পাওয়া গেছে। এ কারণে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *