স্টাফ রিপোর্টারঃআলমডাঙ্গার বানাতখাল আগুনে পোড়া পান বরজ চাষিদের মাঝে নগত অর্থ ও শেড নেট বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের বানাখাল মাঠে প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর,চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,  আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসেন শহীদ সরোওয়ার্দী, ন্যাশনাল সেলস এগ্রোস্যাল লিমিটিডের ম্যানেজার কৃষিবিদ কে এম সাইফুল ইসলাম আরজু, এগ্রোস্যাল লিমিটিডের চুয়াডাঙ্গা পরিবেশক সাহাবউদ্দিন পল্টু, উপস্থিত ছিলেন ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জামসেদুর রহমান জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আরছার আলী, জিনা ও আবু তালেব. মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন রতন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমিরুল ইসলাম, শিপন মেম্বর, শিমুল মেম্বর, আশাবুল মেম্বর, আনান্দ মেম্বর, সাহেলা মেম্বর, বন্যা মেম্বর, সাহানাজ মেম্বর, মিরাজুল ইসলাম, শুকুর আলী, আ: সাত্তার, জহির জোয়ার্দ্দার, মামুন, ইল্লাহ জোয়ার্দ্দার, ইসলাম মন্ডল, লিটন, ডালিম, সাবান, আসলাম, তারাচাদঁ, শাহিন, খোকন, বাদশা বুলবুল, তারিক, সোহাগ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি উপস্থিত ক্ষতিগ্রস্থ চাষিদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বক্তব্য দিতে গিয়ে বলেন, দেশে বর্তমানে আবহাওয়া খারাপ যাচ্ছে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাদের যে ক্ষতি হয়ে তা পুষিয়ে দেয়ার নয়, তবুও আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি এবং আপনাদের পাশে দাড়ানোর চিন্তা আমার আছে। আমি আরো চেষ্টা করব কিছু করার। তিনি আরো বলেন, আপনি সিগারেট খেয়ে ফেলে দিলেন এতে কতো বড় ক্ষতি হতে পারে আপনি বুঝতেও পারবেন না। এনজিওদের বলবেন গ্রামে আসবেন না। আমি প্রশাসনের সাথে কথা বলব, সবাইকে ধর্য্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম আছি ও থাকব। আবার কিভাবে ক্ষতি পুশিয়ে নিয়ে সোজা হয়ে দাড়ানো যায় সেই চেষ্টা করতে হবে।
আগুনে ক্ষতিগ্রস্থ ৬৮ জন চাষিদের মধ্যে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ব্যক্তিগত তহবিল থেকে নগত ১০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা নগদ প্রদান করা হয় এবং ২০ জন চাষিদের মধ্যে শেডনেট বিতরন করা হয়।এছাড়া আজ প্রতিটা চাষিকে ৩০ কেজি চাল প্রদান ও টিসিবির কার্ড দেয়া হবে বলে জানানো হয়।
সভাপতির বক্তব্য দিতে গিয়ে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বলেন, চিকিৎসার জন্য আমি দেশের বাইরে ছিলাম, আগুন লাগার সাথে সাথে চিকিৎসা শেষ না করেই এলাকায় ফিরে আসি। এলাকায় এসে সকল চাষিদের বাড়িতে গিয়েছি। তাদের বাড়িতে খাবান নেই, সারাদিন রোজা রেখে শুধু মাত্র পানি দিয়ে ইফতার করতে দেখেছি। একটি বাড়িতে গিয়ে দেখি ছোট্ট বাচ্চাকে দুধ কিনে দিতে না পেরে পানি খাওয়াচ্ছে, এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি বলে তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরো বলেন প্রতিদিন আগুনে ক্ষতিগ্রস্থ চাষিদের বাড়িতে এনজিও কর্মীরা আসছে ঋণ আদায় করতে, ঋনের কিস্তি না দিলে গরু ছাগল খুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। কোন এনজিও বা কোন রাজনৈতিক দল সাহায্যে এগিয়ে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *