কোটচাঁদপুর থেকে, মামুনার রশীদ : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশীয়া গ্রামের আলাউদ্দিন (৩৭) বছরের যুবক করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মধ্যরাতে মৃত্যুবরণ করেছেন। তার পিতার নাম আব্দুল মান্নান।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আব্দুর রশীদ জানান, আমাদের সাধ্যমত করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা দিয়েছি অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে হস্তান্তর করলে সেখানে তার মৃত্যু হয়। মৃতঃ ব্যক্তির করোনা পজেটিভ ছিলো।