মেহেদী হাসান মিলন ও বাদল:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের পাকানি পাড়ার আরাফাতের ৫ বছরের শিশু কন্যা রিফা গতকাল রোববার বিকাল ৪ টার দিকে বাড়ির পাশের আবু তালেব এর ছেলে মান্নান পাকানির বাড়িতে খেলা খেলতে গেলে এসময় অসতর্কতা বশত ইটের প্রাচীরের কাছে গেলে ইটের প্রাচীর তার মাথার উপর পড়লে সে গুরুত্বর আহত হয়।রিফাকে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু ঘটে।রিফার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।গতকাল রোববার রাত ৮ টার দিকে গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।