মেহেদী হাসান মিলন ও বাদল : দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি বিজিবি মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। বিজিবিসুত্রে জানাগেছে, গতকাল শনিবার ভোর ৪ টার দিকে নিয়মিত টহলের দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বুইচিতলা গ্রামের বুইচিতলা কবর স্থানের কাছ হতে ভারতীয় ফেন্সিডিল ১৫ বোতল এবং ৩ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত মালামাল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলে জানাগেছে।