মেহেদী হাসান মিলন,কার্পাসডাঙ্গা থেকে :মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা একটি মানুষও গৃহহীন থাকবে না —– এরই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলায় ৩২ জন ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিকে খাস জমির ওপর চমৎকার ঘর করে দেওয়া হবে। এপ্রেক্ষিতে প্রথমে খাস জমি নির্ধারণ করছে দামুড়হুদা উপজেলা প্রশাসন।  প্রথম পর্যায়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের  নির্দেশে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)মহিউদ্দীন  কার্পাসডাঙ্গাও কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের   সাথে নিয়ে  এ দুই ইউনিয়নের সুবিধাভোগীদের জন্য  জমি বাছাই করেন ।দামুড়হুদা উপজেলায় সর্বমোট ৩২ টি   জায়গা ঠিক করা হয়েছে ।গতকাল মঙ্গলবার কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছিতে বাছাইকৃত জমি পরিদর্শনে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি)  মহিউদ্দীন,কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো:এনামুল করিম ইনু,নাজির ফারুক হোসেন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল আলম, কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ:রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *