পশ্চিমাঞ্চল বিনোদন ডেস্ক :করোনার ধাক্কা সামলে দীর্ঘ সাত পর সিনেমা হল খুললেও নতুন ছবি মুক্তি দেয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। কোনো প্রযোজনা প্রতিষ্ঠান ঝুঁকি নিতে চাচ্ছেন না। তবে কঠিন এই সময়ে খুশির সুবাতাস দিয়েছেন তরুণ নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। আগামীকাল শুক্রবার তার নির্মিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে (সব কয়টি শাখা) ও চট্টগ্রামে বন্দরনগরীর সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে। ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। নির্মাতা জানান, এর গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।