কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ব্রীজমোড়ে কোমরপুর গ্রামের জাব্বারের মুদী দোকানে চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে জাব্বার তার দোকানে এসে দেখেন দোকানের উপরের টিন কাটা। সেখানে কয়েকটা তেলের বোতল আটকানো আছে।তিনি জানান তার ধারনা তার দোকান থেকে ১০ হাজার টাকার মত মালামাল চুরি হতে পারে।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেজবাহুর রহমান জানান তার যে তেল চুরি হয়েছিল। সে কয়েক বোতল তেল তার দোকানের পিছনে পড়েছিল। বিষয়টি চুরি কিনা তা স্পষ্ট না। তবে খতিয়ে দেখা হচ্ছে ঘটনাঅ