কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুল পাড়ার মনোহারের ছেলে হানেফ, নাপেিতর ছেলে রুহুল, বদর উদ্দীনের ছেলে আজিজুলের বিরুদ্ধে সন্ধ্যা হলেই প্রতিদিন মাদকের আসর বসানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাঘাডাঙ্গা গ্রামের হানেফের বাড়ীতে নিয়মিত বসে গাঁজার আসর। আর এ আসরে আজিজুল, রুহুলসহ অনেকে সঙ্গ দেয়। এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ সংবাদ দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকায় প্রকাশিত হলে নিজেদের বাঁচাতে এ তিনজন বিভিন্ন মহলে দৌঁড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।
সুত্রে জানা গেছে, বাঘাডাঙ্গা স্কুল পাড়া ও গোয়াল পাড়ার অনেক ব্যক্তি মাদকের সাথে জড়িত। আজিজুল ইতিপূর্বে মাদকসহ পুলিশের হাতে ধরাও পড়ে। এ তিনজন মাদক সেবীকে আইনের আওতায় আনতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ উদ্ধর্তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসীসহ সচেতন মহল।