
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের এর কোন বিকল্প নেই। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে হবে। কথাগুলো বলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল সোমবার জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিষ্ট্রেশন বুথ’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমানে বাংলাদেশে করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার যেভাবে বাড়তে শুরু করেছে তাতে এ জেলার মানুষকে আরও সচেতন হতে হবে।
ফ্রি ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।