করোনায় সিনিয়র নির্বাচনী কর্মকর্তার
মৃত্যু
ঢাকা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার মারা গেছেন (ইন্না লিল্লাহিৃরাজিউন)। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান আরজু এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) বলেন, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের দায়িত্বে থাকা সিনিয়র জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত পরশু বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান তিনি।
মরহুমের লাশ দাফনের জন্য ইতিমধ্যে কুমিল্লার গ্রামে বাড়ী নিয়ে যাওয়া হয়েছে। মরহুমের মৃত্যুর ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার গভীর শোক প্রকাশ করেছেন। সিইসি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জের বন্দর থানার এক নির্বাচনী কর্মকর্তা। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের শতাধিক কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।