পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:রাশিয়াই সর্বপ্রথম করোনার সঙ্গে লড়াইয়ে প্রথম ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ সামনে এনেছিল। এবার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাক করোনা’ -কে অনুমোদন দিয়েছে দেশটি।
গত বুধবার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি একটা দারুণ খবর দিচ্ছি। নভোসিবিরস্কের ভেক্টর সেন্টার আবিষ্কার করেছে দ্বিতীয় করোনা ভ্যাকসিন। এর নাম এপিভ্যাককরোনা।
এ সময় পুতিন আরো জানান যে, করোনা বিরুদ্ধে রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনটি তৈরি করেছে চুমাকভ সেন্টার। যা কিছুদিনের মধ্যেই নথিভুক্ত করা হবে।
জানা গেছে, সাইবেরিয়ায় তৈরি হওয়া এই ভ্যাকসিন গত সেপ্টেম্বরেই প্রাথমিক ভাবে হিউম্যান ট্রায়ালের ধাপ পার করেছে। সেই ট্রায়ালের ফল তারা শিগগিরি প্রকাশ করবে। সেই সঙ্গে শুরু হবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা ইতিমধ্যে নিজে এই ভ্যাকসিনটি নিয়েছেন। গোলিকাভা দাবি করেছেন ‘এপিভ্যাককরোনা’-র কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ভ্যাসকিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ।