করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দামুড়হুদার ২ ব্যাক্তির করোনা পজেটিভ
চুয়াডাঙ্গায় নতুন কনে ৭ জন করোনা শনাক্ত
সদর উপজেলার ২,আলমডাঙ্গার ১, দামুড়হুদার ৪ জন
স্টাফ রিপোর্টার: করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দামুড়হুদা উপজেলার ২ ব্যাক্তির শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। গতকাল শুক্রবার রাতে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। সেকারনে চুয়াডাঙ্গায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৭০ জন। এদিকে চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন এবং আলমডাঙ্গা উপজেলার ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার স্বাস্থ্যবিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৫৮ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় চুয়াডাঙ্গার ৪ উপজেলা থেকে কোন নমুনা সংগ্রহ করা হয়নি। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৩শ’ ৫৮ জনের। গতকাল ফলাফল এসেছে ৫০ জনের। তার মধ্যে ৭ জনের করোনা পজেটিভ। আক্রন্তরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ২ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন এবং দামুড়হুদা উপজেলার ৪ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৫৮ জন। সুস্থ্য হয়েছে ১ হাজার ৮শ’ ২০ জন। সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান আরও জানান, গত ১ মে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মারা যাওয়া খোদাবক্স (৭৫) এবং ২ মে করোনার উপসর্গ নিয়ে মারা যায় একই এলাকার আমজাদ মন্ডল (৭৫)। মারা যাওয়ার পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে গতকাল শুক্রবার তাদের ফরাফল পজেটিভ আসে। সেই কারনে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ৭০ জন। তিনি আরও জানান, বর্তমানে মোট আক্রান্ত আছে ১৬৮ জন। যার মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ২৬ জন ও হোম আইসোলেশনে আছে ১৩৮ জন এবং রেফার আছে ৪ জন।