আহসান আলম/এমএআর মাহফুজ: কঠোর নজরদারীর মধ্যদিয়ে উৎসব ও শান্তির্পর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও আনসার বাহিনীসহ পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বেলা ৫ টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। নবগঠিত গড়াইটুপি ইউনিয়েনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হলেন শফিকুর রহমান রাজু। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে ৩২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩১৫৫ ভোট। এছাড়াও জাতীয়তাআদী দল বিএনপি মনোনিত প্রার্থী আকতার হোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২১৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন আনারস প্রতিকে পেয়েছেন ১৮৪০ ভোট। মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৪শ’ ৭৪ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। মোট বৈধ ভোটার সংখ্যা ১৩ হাজার ৪শ’ ৬৩ জন, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪০। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৩ হাজার ৫শ’ ৩ টি। প্রদত্ত ভোটের সংখ্যা ৮২ শতাংশ। গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার সভা কক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান বেসরকারি ভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ, সুষ্ঠু ও নিরোপেক্ষ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ভোট পরবর্তী আপনারা শান্তিপূর্ণ ভাবে পরিবেশ বজায় রাখবেন। ভোট পরবর্তী আগামী ২৪ ঘন্টা কেউ কোন প্রকার আনন্দ মিছিল করবেন না। সকলকে নির্বাচন পরবর্তী নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কামরুল হাসান, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, এনএসআইয়ের সহকারি পরিচালক জিএম জামিল সিদ্দীক, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান প্রমুখ। এ সময় নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর হাতে নির্বাচনি ফলাফল তুলে দেন। নবনির্বাচিত চেয়ারম্যান ফলাফল পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি নবগঠিত গড়াইটুপি ইউনিয়নবাসির উদ্দেশ্যে বলেন, আপনার আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার যে সুযোগ করে দিলেন আমি যেন তা পালন করতে পারি সেই দোয়া করবেন। আগামীতে আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নমুলক কাজ করতে চাই। আমি চেয়ারম্যান হয়ে আপনাদের মাঝে থাকে চাইনা। আমি আপনাদের একজন সেবক হয়ে আপনাদের মাঝে চিরকাল থাকতে চাই। এ বিজয় আমার একার না, এ বিজয় নৌকার, এ বিজয় নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সকল মানুষের বিজয়।
অপরদিকে, গতকাল মঙ্গলবার সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ভোটকেন্দ্র গুলোর পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *