দামুড়হুদা থেকে, তানজির ফয়সাল : দামুড়হুদার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলাভীত বিশিষ্ট ১তলা ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে হাজী আলী আজগার টগর’র পক্ষে বিদ্যালয়ের চতুর্থ তলা ফাউণ্ডেশন বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন আলী মুনসুর বাবু। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতার আর একটা অনন্য দৃষ্টান্ত এটি।
এ সময় উপস্থিত ছিলেন- নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক রেজা, সেক্রেটারী মোহাম্মদ আবু তালেব, নতিপোতা আওয়ামী লীগের সেক্রেটারী মুমিন মাষ্টার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *