জীবননগর অফিস ও উথলী প্রতিনিধি : চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলীতে যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখো-মুখি সংঘর্ষে আলমসাধু চালক আহত হয়েছে। গতকার মঙ্গলবার দুপুওে মোল্লাবাড়ী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহত আলমসাধু চালক সোনা মিয়া (৫০) চুয়াডাঙ্গা শেখপাড়ার কেসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি আলমসাধু উথলী মোল্লাবাড়ী নামক স্থানে পৌছালে হঠাৎ রাস্তার উপরই গাড়ী ঘোরাতে চেষ্টা করে। এ সময় পিছন দিক থেকে আসা যাত্রীবাহী বাস লিপি পরিবহন ( পাবনা-জ-১১-০০৭৮) আলমসাধুটিকে বাঁচাতে গাড়ীটি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে নেমে পড়ে। গাড়ীর ধাক্কায় আলমসাধু চালক সোনা মিয়া (৫০) মারাত্নক আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।