আলমডাঙ্গা অফিস : উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলম আলমডাঙ্গা বধ্যভূমি ও ভিটিআই ট্রেনিং ইন্সটিটিউট পরিদর্শন করেছেন। তিনি আজ মঙ্গলবার বেলা ১১টার সময় বধ্যভূমি পরিদর্শন করেন। পরিদশনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃলিটন আলী, থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলমগীর কবির,মোহনা বন্ধু সমিতির সভাপতি মাহামুদুল কাউনাইন,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু প্রমূখ।এ সময় রাস্ট্রদূত বধ্যভূমি ঘুরে ঘুরে দেখেন ও বধ্যভূমি উন্নয়ন কাজের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পরে তিনি আলমডাঙ্গা ভিটিআই ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শনে যান। সে সময় ভিটিআই ট্রেনিং ইনস্টিটিউট এর সামনে পৌঁছালে ওই প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ভি টি আই ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ দিনোবন্ধু সাহা। ডাক্তার জাহিদ ইকবাল এস এম আইয়ুব আলী ডাক্তার মোঃ রাশেদুল হক ডাক্তার কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু,কুমারী ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,  মোঃ শফিকুল আলম ডাক্তার মোঃ আব্দুল্লাহ হিল কাফি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার কাজী মহিজাবিন নাহার,তাসলিমা খাতুন, মোছাম্মৎ নিলিমা আক্তার হ্যাপি,  আলমঙ্গীর হোসেন হিসাবরক্ষণ কাম-কম্পিউটার ক্যাস,আফজাল হোসেন,হামিদুল হক,আহম্মদ আলি,শফিকুল আলম,আব্দুস সালাম,সাহাজাহান আলি,রহমতুল্লাহ্,শ্রী রাশ বিহারি, হাসিবুল ইসলাম, শাহিবুল ইসলাম, আমিন উল্লাহ্,আশরাফুল আলম,তৈহিদ আলি,মজনু হক প্রমূখ।উল্লেখ্য জাহাঙ্গীর আলম মেহেরপুর জেলা সদরের পাটকেলপোতা গ্রামের মরহুম মওঃ রুহুল আমিনের ছেলে ও আলমডাঙ্গার মরহুম আকরাম হাজীর জামাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *