কার্পাসডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে গতকাল শনিবার সকাল ১০ টার দিকে
পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) ও জাকের পার্টির গৌরবময় ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর আয়োজনে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খাঁন যুবরাজ।উপস্থিত ছিলেন মিশন প্রধান খাঁন আরিফুল রহমান,জাকের পার্টির শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কুষ্টিয়া ছাত্রফ্রন্টের সাংগঠনিক বিভাগের সভাপতি রহুল আমিন।কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সদস্য হারুন অর রশিদ হারুন প্রমুখ।