পশ্চিমাঞ্চল অনলাইন মনিটর:ভারতের রাস্তায় সাঁটানো হলো ম্যাক্রোঁর পোস্টার।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ ফুঁসে উঠেছে বিশ্বের মুসলিম দেশগুলো। ম্যাক্রোঁর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন ফরাসিরাও। এবার ভারতের মুম্বাইতে ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মন্তব্যের অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের মুম্বাই শহরের দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সড়কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পোস্টার সাঁটানো দেখতে পাওয়া গেছে।
ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোডের জেজে ফ্লাইওভারের নিচে বেন্দি বাজার এলাকার রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের শত শত পোস্টার সাঁটানো দেখতে পান পথচারীও গাড়িচালকেরা। এসব পোস্টারের ওপর দিয়ে গাড়ি চলাচলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পুলিশের ধারণা ধর্মীয় বিতর্কের জেরে ইমানুয়েল ম্যাক্রোঁর ছবি রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে। পরে পুলিশ পোস্টারগুলো সরিয়ে নেয়।
মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি।
গত ১৬ অক্টোবর প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।
এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে।এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এমনকি ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশও। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার নিস শহরের একটি গির্জায় হামলা চালায় তিউনিশিয়া থেকে ফ্রান্সে পাড়ি জমানো এক তরুণ।