দর্শনা অফিসঃ দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গনসংযোগ করেছেন বর্তমান পৌর মেয়র মতিয়ার রহমান। গতকাল সোমবার বিকালের দিকে তিনি দর্শনা রেলবাজার ব্যাবসায়ী কমিটির কার্যালয়ে ব্যাবসায়ী নের্তৃবৃন্দের সাথে এক আলোচনা করেন। আলোচনা শেষে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে দর্শনা রেলবাজারের ব্যাবসায়ীদের সাথে নির্বাচনী গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সাবেক প্রশাষক ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মনজু,বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু,চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও আ.লীগ নেতা মুন্সি সিরাজুল ইসলাম, দর্শনা রেলবাজার ব্যাবসায়ী কমিটির সাধারন সম্পাদক সাব্বির হোসেন মিকা, আওয়ামীলীগ নেতা
সিরাজুল ইসলাম,আ.জলিল, সোলাইমান, মুকুল মিজি, মতি, আরিফ হোসেন, রবি, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন, ৬নং কাউন্সিলর রেজাউল ইসলাম ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি আ.গফুর, যুবলীগ নেতা সোলাইমান সহ নের্তৃবৃন্দরা।