স্টাফ রিপোর্টার:আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন-এর বাসভবনের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সসভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস, উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলউদ্দিন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিয়া সাহাব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদি মিলি, যুব মহিলা লীগের আহবায়ক আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, ছাত্রলীগ নেতা তারেক, ফিরোজ, বাপ্পী, রহমান, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, সাবেক যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।