ভাংবাড়িয়া প্রতিনিধি:আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বামুন্দি সড়কের বেহাল দশা ভোগান্তিতে এলাকাবাসী। জানা গেছে, হাটবোয়ালিয়া থেকে বামুন্দি সড়কে প্রতিদিনে এ সড়ক দিয়ে চলাচল করে  হাটুভাঙ্গা, আমতল, মানিকদিয়া, কোদালকাটি, খলিসাকুন্ডি, সিন্দুর কৌটা, মিনাপাড়া, বামুন্দিয়াসহ এই সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করে শত শত যানবাহন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা এ সড়কটি উপর বৃষ্টির পানিতে, সড়কে পানি জমে হাটু পর্যন্ত হয়, এতে ভোগান্তি পোহাতে হয় প্রতিদিনই এলাকাবাসীকে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে এলাকাবাসী আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী এই জনদুর্ভোগ থেকে তাদের মুক্তি করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *