আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মুরাদ হোসেনের মৃত্যু
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক মুরাদ হোসেন শুক্রবার বেলা একটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।( ইন্নালিল্লাহি………..রাজেউন)।জানাগেছে, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক মুরাদ হোসেন বেশ কয়েকদিন ধরে মুরাদ অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে গেলে তার প্রেসার হাই বলে জানিয়েছিল। সে মোতাবেক ঔষধ সেবন করছিল,গতকাল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা কালে তার শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সুত্র জানিয়েছে। সরকারি কলেজের অর্থনীতি বিভাগের এই প্রভাষকের অকাল প্রয়াণে আলমডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক,কর্মচারি গভীর শোকাহত।
গতকাল শুক্রবার বাদ আছর সরকারি কলেজ প্রাঙ্গনে তার নামাজের জানাযা অনুষ্টিত হয়।জানাযায় অংশ নেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার,সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান,সহকারি অধ্যাপক মহিতুর রহমান,মোনায়েম হোসেন,প্রভাসক তাপস রশিদ,শরিয়তুল্লাহ,রফিকুল ইসলাম,জামাল হোসেন,সেলিম উদ্দিন,আব্দুল হাই,খলিলুজ্জামান,জামাল উদ্দিন,সহ সকল শিক্ষক মন্ডলী।পরে দারুস সালাম কবরস্থান মাঠে দ্বীতিয় জানাযা শেষে দাফন কাজ সম্পন্ন হয়েছে।