আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার মুন্সীগঞ্জে সরকারি দপ্তর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান ।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ এই দুটি সরকারি দপ্তর পরিদর্শন করেন। এবং বিভিন্ন পরামর্শ প্রদান করনে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান বলেন, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং থেকে আপনার আমার সন্তান যাতে দূরে থাকে এদিকে খেয়াল রাখতে হবে এবং প্রতিহত করতে হবে, ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে,সব সময় মনে রাখবেন আপনার সন্তান স্কুলে যাবার নাম করে স্কুলে যায়,নাকি বন্ধুদের সাথে অন্য কোথাও যায়,সন্তান মানুষ করতে হলে এটা প্রয়োজন,সময় মত খাজনা ট্যাক্স পরিষোধ করবেন,না হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্থ হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি
রেজওয়ানা নাহিদ,মুন্সিগঞ্জ ভুমি কর্মকর্তা
, ফারুক হোসেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান শিলন,সচিব কামরুজ্জামান সহ ইউপি সদস্য মো:হাসেম মাহমুদ,মো:আলমঙ্গীর কবির, জনি আহসান হাবিব বাবু, আনারুল ইসলাম, লিপন হোসেন, রিপন হোসেন, সাকিল, সাইহাম রুবেল, রহিদুল ইসলাম, জসিম উদ্দিন জসি, মহিলা সদস্য মোছা :লাভলী খাতুন মোছা পিনজিরা খাতুন মোছা আরিফা খাতুন প্রমূখ।