আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার মহিলা ডিগ্রী কলেজে মোছাঃ আশুরা খাতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করায় প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল সোমবার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকরা তাকে অভিনন্দন জানান।জানা গেছে, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ি গত ৩ অক্টোবর নিয়োগ অনুষ্টিত হয়েছে। পরীক্ষায় খাসকররা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোছা আশুরা খাতুন নির্বাচিত হলে,ম্যানেজিং কমিটির সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তাকে নিয়োগ পত্র প্রদান করেন।আশুরা খাতুন গত ১৮ অক্টোবর মহিলা কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।যোগদানের পর গতকাল সোমবার মহিলা কলেজের শিক্ষকরা তাকে অভিনন্দন জানান।একই সাথে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান,একেএম গোলাম সরোয়ার,হুমায়ন কবির,আব্দুল কুদ্দুস,মিজানুর রহমান,মোশারফ হোসেন,শফিউল হক,পারভীন সুলতানা,মোছাঃ নাছরিন নাহার সহ সকল শিক্ষক মন্ডলি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।