আলমডাঙ্গা অফিস: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে আলমডাঙ্গা ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে । মাস্ক না পরে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় গতকাল সোমবার শহরের আলিফ উদ্দিন মোড়ে ৯ জনকে ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয় । জানা গেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী অভিযান অব্যাহত রেখেছেন। তিনি আলমডাঙ্গা পৌর শহরের আলিফ উদ্দিন মোড়ে গতকাল অভিযান পরিচালনা করেন। অভিযানে মাস্ক না পরায় দন্ডবিধির ২৬৯ ধারায় আব্দুল আলীমকে ৫ শত টাকা,বকুলকে ২ শত টাকা,মোস্তাফিজুরকে ২ শত টাকা,মালিককে ২ শত টাকা,জয়নাল কে ৫ শত টাকা,জাহিদুলকে ৩ শত টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও রাস্তার ধারে মাছ বিক্রয়ের দায়ে আব্দুল মজিদের ছেলে মাসুম কে স্থানীয় সরকার পৌরসভা আইনের ২০০৯এর ১০৯ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় সড়ক পরিবহন আইনে মানিককে ১ হাজার টাকা,ও নয়নকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার সঞ্জিত কুমার মন্ডল,এস আই কামরুজ্জামান,এ এস আই নাজমুল হক।