আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পৌর এলাকায় মোটর সাইকেল শো-ডাউন গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড,স্টেশন রোড,মাঠপাড়া গোবিন্দপুর, বন্ডবিল,বাবুপাড়া,নওদাবন্ডবিল,স্টেশনপাড়া,কোর্টপাড়া,দোয়ারপাড়া,হরিতলা,ধর্মতলা,মন্ডলপাড়া,চাতালমোড়,হাউসপুর,রথতলা,হাফিজ মোড়ে গণসংযোগ করেন। পরে হাজীমোড়ের  পথসভায় আবুল কালাম আজাদ বলেন, যাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাইনা তাদের বিরুদ্ধে এক সময় আমি কথা বলা শুরু করেছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস!  আমার জীবনে নেমে আসলো মামলা-হামলা, জেল,জুমুল ফাঁসির অর্ডার। আমি এক সময় নিরব হয়ে গেলাম। শেষ জীবনে এসে পৌর বাসীকে বলতে চাই,আপনারা সতর্ক হোন।পৌরবাসীকে বাঁচার সুযোগ দিন।সেই সাথে পৌরসভার উন্নয়ন করার সুযোগ দিনন।গণ সংযোগকালে উপস্থিত ছিণেন জেলা কৃষকলীগের সহসভাপিত আশাদুল হক বিশ্বাস,হাজী বিস্কুট মিয়া,কাবিল উদ্দিন,এ্যাড রফিকুল ইসলাম,শিক্ষক শামীম, শিক্ষক  রেজাউল ইসলাম বুলু মিয়া,খয়ের মিয়া , আরিফ আর্মি, লিমন মোল্লা, বাদল আওয়ামী লীগ নেতা রেজাউল, জাহাঙ্গীর, শাহীন, সেন্টু,যুবলীগ নেতা সনি,নিপ্পন, মাসুম, নিপ্পন,মাসুম লক্ষণ, সাইদুল, ইকাইল,খোকন, বাবু,ইউনুস,রোকন বিশ্বাস,আলিফ,শফিকুল,সুমন,জাহাঙ্গীর নন্দ সাহা,জিন্টু,এসএস ইকবাল, আব্দুর রাজ্জাক ,কাজেম মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *