আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর নির্বাচনেরর মেয়র প্রার্থী  উপজেলা আওয়ামীলীগের সভাপত হাসান কাদির গনু পথসভা ও গণসংযোগ করেছেন। তিনি গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার কলেজপাড়ায় এ নির্বাচনী পথ সভা ও গণসংযোগ করেন।নির্বাচনী গণসংযোগে পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, চলমান করোনা ভাইরাসের কারণে আলমডাঙ্গা পৌর এলাকার উন্নয়নে বাধা সৃষ্টি হয়েছে। ইতো মধ্যে পৌর এলাকার বিভিন্ন রাস্তার কাজ শেষ করেও অনেক রাস্তা নির্মাণের অপেক্ষায় আছে। দ্রুতই শুরু হচ্ছে রাস্তা নির্মাণে। পৌর এলাকায় জলাবদ্ধতা নিরাসনের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে ড্রেন নির্মাণে সেটিও কাজও চলমান রয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আমাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করুন। আলমডঙ্গা পৌর শহরকে একটি আধুনিক পৌর নগরী হিসাবে আপনাদের উপহার দিবো।নির্বাচনি পথ সভায় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিডিল, সেলিম, মাসুম, রমজান, মুন্নি, বাপ্পি, শুভ, চমক, পাপ্পু, সিফাত,উৎস, মেহেদী, তারিক,  সবুজ, সুমন, সিহাব, সাকিব, মানিক, আশিক, সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *