আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মোটর সাইকেল শো-ডাউন, গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি পৌর এলাকার বন্ডবিল, স্টেশনপাড়া,বাবুপাড়া, হাইরোড, পশুহাটসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেল শো-ডাউন ও গণসংযোগ করেন। পরে পশুহাট এলাকায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। প্রতিটি গ্রামে রাস্তাঘাট স্কুল-কলেজ,মসজিদ মাদ্রাসাসহ সকল ধরনের উন্নয়ন করে যাচ্ছেন। আমরা গ্রামের মানুষ, এক সময় গ্রামের রান্তাঘাট ছিলনা,বিদ্যুৎ ছিলনা। এখন আমরা দেখছি প্রতিটি গ্রামে মানুষ বিদ্যুৎ পেয়েছে। কাঁচা রাস্তা আজ পাকা হয়েছে। সবই বর্তামান সরকার করেছে। অথচ এই পৌরসভা এক ফোটাও উন্নয়ন হয়নি। এ ব্যর্থতা সরকারের নয়,এ ব্যর্থতা মেয়রদের। যারাই মেয়র হয়েছে কেউই কোন উন্নয়ন করেনি। নিজেদের উন্নয়ন করেছে। পৌরসভায় লুটপাট করেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। সঠিক মানুষের হাতে ক্ষমতা দিতে হবে। তিনি বলেন, আমি  দল করতে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছি। হামলা করে, মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ আসন্ন নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন।গণসংযোগ ও মোটর সাইকেল শো-ডাউন কালে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহসভাপতি আশাদুল হক বিশ্বাস,হাজী বিস্কুট মিয়া,কাবিল উদ্দিন, এ্যাড রফিকুল ইসলাম,শিক্ষক শামীম,শিক্ষক রেজাউল,বুলু মিয়া,খয়ের মিয়া,কাবুল আর্মি,টেমস মোল্লা,লিমন মোল্লা,বাদল,আওয়ামীলীগ নেতা রেজাউল,জাহাঙ্গীর,শাহীন,শামীম,সেন্টু,বাবলু,আইয়ুব,মোকাম,ঝন্টু,মাসুদ,হাসিবুল,শহীদ,সেলিম,ফজু,আলিফ,শাহীন,আরাফাত,রবিউল,যুবলীগ নেতা সনি,নিপ্পন, মাসুম, লক্ষণ,সাইদুল ইসলাম,ইস্রাফিল,খোকন,বাবু,ইউনুস আলী,রোকন,শফিকুল,চাল ব্যবসায়ী রাজ্জাক কাশেম,সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম,ব্যবসায়ী হায়দার আলী,নবিন মালিতা,নাজিম উদ্দিন,মইনুল ইসলাম,আনিস মোল্লা,আলিম, মোস্তাক আলী প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *