আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মশিউর রহমান উঠান বৈঠক করেছেন। তিনি গতকাল বেলা ৩ টায় এরশাদপুর রানা মোড়স্ত মোছাঃ বিউটি খাতুনের বাবার বাড়ীতে বৈঠক করেন। মোছাঃ মুসলিমা খাতুনের উপস্থাপনায় এবং মোছাঃ বিউটি খাতুনের সভাপতিত্বে,  প্রধান অতিথি ছিলেন মোঃ মশিউর রহমান।  প্রধান অতিথির বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন, ,ইনশাআল্লাহ – করোনাকালীন সময়ে আমি যতটুকু পেরেছি আপনাদের পাশে ছিলাম, এবং দুঃসময়ে, সুসময়ে আপনাদের পাশে থাকবো। অন্তত একটিবার আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দিন, আল্লাহ তা’য়ালা আপনাদের খেদমতের সুযোগ দিলে পরবর্তীতে আমার কর্ম,উন্নয়ন,  চালচলন, ও সততার মাধ্যমে আপনাদের পাশে না থাকতে পারি, তাহলে পরবর্তীতে আপনাদের কাছে হাতজোড় করে বলবোনা আমাকে আর একবার আপনাদের খেদমতের সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *