আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা পৌরসভার মেয়রের সাথে ১২টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হাসান কাদির গনু। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা,কাউন্সিলর আলাল্ উদ্দিন,জহুরুল ইসলাম,ফারুক হোসেন,জাইদুল ইসলাম, কাজী আলী আজগর সাচ্চু,কল্পনা খাতুন,নুর জাহান,রথতলা মন্দির কমিটির সম্পাদক বিদ্যুত সাহা,বাবুপাড়া মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ বিশ্বাস,ক্যানেলপাড়া মন্দির কমিটির সভপতি লিপন বিশ্বাস,কলেজপাড়া মন্দির কমিটির সম্পাদক পরিমল ঘোষ,স্টেশন পাড়া দুর্গা মন্দির কমিটির সভাপিত শুভেন্দ্র সিংহ রায়,আনন্দধাম দাসপাড়া দূর্গা মন্দির কমিটির সভাপতি সমির দাশ,গোবিন্দপুর হরিতলা মন্দির কমিটির সভাপতি সুনিল সাধুখা,পুরাতন বাসস্ট্যান্ড মন্দির কমিটির সভাপিত সুধাংশ ব্যানার্জী , বন্ডবিল মন্দির কমিটির সভাপতি বিমল কুমার,কালিদাসপুর মন্দির কমিটির সভাপতি মনিন্দ্র নাথ দত্ত প্রমুখ। মত বিনিময় সভা শেষে পৌর সভার পক্ষ থেকে পৌর এলাকার প্রতিটি পুজা মন্ডবে ১০ হাজার টাকা ও ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল প্রদান করা হয়।