আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ছয় সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৌরসভার মেয়র হাসান কাদির গনু পৌর এলাকায় টিকাদান কর্মসূচির ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
আলমডাঙ্গার পৌর এলাকায় একযোগে ১০হাজার ১ শত ৪৭ জন শিশুকে হামরুবেলা টিকা প্রদান করা হবে। এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত৷ টিকাদান কর্মসুচীর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, ওয়ার্ড কাউন্সিলর আলালউদ্দীন, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, মামুন অর রশিদ, কাজী আলি আজগার সাচ্চু আরো উপস্থিত ছিলেন টিকাদান সুপার ভাইজার মাহমুদ বিল্লাল, টিকাদানকারী লিমন হোসেন, হেলথ ভিজিটর সাজেদা খাতুন প্রমূখ।