আলমডাঙ্গা অফিস : আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভায় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ১১টা মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারী,আলমডাঙ্গা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অমল বিশ্বাস,কালিদাসপুর মন্দির কমিটির সভাপতি  সুশিল কুমার ভৌতিকা,সাবেক শিক্ষক ধীরেন্দ্র চক্রবর্তী,পরিমল পাল,কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক,জহুরুল ইসলাম স্বপন,মামুন আর রশিদ হাসান,ফারুক হোসেন,হাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু,সাধারন সম্পদক হামিদুল ইসলাম আজম,বিদ্যুৎ সাহা,নয়ন সরকার, পলাশ আচার্য্য, পরিমল কুমার ঘোষ,বুদ্ধুদেব ভটাচার্চ্য প্রমুখ। সভায় পৌর মেয়র বলেন,আপনারা নির্বঘ্নে আপনাদের পূজা উদযাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *