আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা থানা জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ রুহুল আমীন গতকাল বৃহস্পতিবার সকালে হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোরে হঠাৎ তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করেন। সর্বজন শ্রদ্ধেয় মুয়াজ্জিন রুহুল আমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে থানা মসজিদের ইমাম,মুসুল্লিগণসহ স্থানীয় প্রতিবেশিরা একনজর দেখার জন্য তার বাসায় ভীড় জমায়।পরিবারে নেমে আসে শোকের ছায়া। থানা মসজিদের সৃষ্টি লগ্ন থেকে মোয়াজ্জিন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন মোঃ রুহুল আমিন।তার নামাজে জানাজা গতকাল বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।জানাজায় অংশ নেন মসজিদ কমিটির সভাপতির পক্ষে ওসি তদন্ত মাসুদুর রহমান,মসজিদ কমিটির সদস্য আলহাজ শফি খান,আলহাজ্ব আবু মুছা,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ খন্দকার নাশির উদ্দিন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দার,বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক,মসজিদ কমিটির ইমাম মওঃ মহমুদুল হক,আলহাজ্ব ঠান্ডু মিয়া,প্রমুখ।মৃত্যু কালে স্ত্রী,১ ছেলে,৩ মেয়ে, আত্বিয় স্বজন সহ অসংখ্য গুন গ্রাহী।জানাজা পড়ান মরহুমের নাতী মওঃ আব্দুস সামাদ।