আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন
আলমডাঙ্গা অফিসঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে একযোগে আনন্দ উদযাপন অনুষ্টান করেছে আলমডাঙ্গা থানা পুলিশ । গতকাল বিকেল ৪ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
এছাড়াও বাংলাদেশ সরকারের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
অনুষ্ঠানে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার এ, এস, পি প্রবি কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলিগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি, উপজেলা আওয়ামীলিগের সহ-সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মন্টু, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, বীরমুক্তিযোদ্ধা মইনুদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ডাঃ সাহাবুদ্দিন সাবু, ওসি অপারেশন দেবব্রত, আলমডাঙ্গা পৌর আওয়ামীলিগের সভাপতি দেলোয়ার হোসেন।
আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইসার আহমেদ বাবলু, কুমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, বাড়াদি ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জিত কুমার, এসআই আমিনুল ইসলাম, এসআই সুফল কুমার, এসআই সিদ্ধার্থ মন্ডল প্রমূখ।