আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা ডাউকি ইউপি চেয়ারম্যান ও খাদিমপুর ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বর পদের উপ নির্বাচনে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।১৫ অক্টোবর সকাল ১০ টার দিকে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের দোতলায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার তারিক আহম্মদ,উপজেলা ,নির্বাচন কর্মকর্তা এম,এ,জি,মোস্তফা ফেরদৌস, থানা অফিসার্স ইনচার্জ আলমঙ্গীর কবীর।প্রশিক্ষণ ক্লাস নেন চুয়াডাঙ্গা সদরের নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বলেন ২০ অক্টোবরের নির্বাচনে ১০০% ফেয়ার হবে। এখানে ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনার দায়িত্ব ভালভাবে পালন করবেন। এখানে যথেষ্ট পুলিশ,আনসার,র্ব্যাব ও স্ট্রাইকিং ফোর্স সর্বদা নিয়োজিত থাকবে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ১০ জন প্ররিজাডিং অফিসার, ৫৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার অফিসার ১শত ৬ জ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ। উল্লেখ্য আগামী ২০ অক্টোবর মঙ্গলবার উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।