আলমডাঙ্গা অফিস ঃ  আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় ডাউকি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুসাইনকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা  আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পরিচালনায় ওই সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, আনিসুজ্জামান মল্লিক,হামিদুল ইসলাম আজম,শাহ আলম মন্টু, আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান,পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু,জামজামি সভাপতি দিদার মালিতা,কালিদাসপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন,জেহালা ইউনিয়ন সাধারন সম্পাদক হান্নান মাস্টার,হারদী ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান ওল্টু,ভাংবাড়িয়া ইউনিয়ন সম্পাদক সাজিবার রহমান,গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের আবুসহ  বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি সম্পাদকগণ। সভার সভাপতি হাসান কাদির গনু বলেন, ডাউকি ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার  প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। এই নির্বাচনে যে বিদ্রোহী প্রার্থী হয়েছে আজকের এই সভায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলের কার্যক্রম চলবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *