আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ” “বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতি বদ্ধ” এই শ্লোগানকে সামনে নেখে গতকাল বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: সালমুন আহম্মেদ ডন,আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসুরা খাতুন পাতা। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মামুন রহমান, আলমডাঙ্গা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম ও ফারুক হোসেন,মহিলা কলেজেন সহকারি অধ্যাপক মোছা: সুরাইয়া জেসমিন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুুুুুুুরস্কার বিতরণ করা হয়।