
আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেছে। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ১০ দিন আলমডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সরকারের ঘোষিত বিধি নিষেধ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় বের হওয়ার দায়ে গোবিন্দপুর গ্রামের সুমন আলীকে ১ হাজার টাকা, আনন্দধামে হাউসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হামিদুলকে ৫শ’, বেলগাছী গ্রামের চাঁদ মিয়ার ছেলে রুবেলকে ১শ’ টাকা, পার আলমডাঙ্গার রবগুলের ছেলে মাছ ব্যবসায়ী আনারুলকে ৫শ টাকা, একই গ্রামের মৃত আকমল আলীর ছেলে জুলহাসকে ৫শ টাকা, বিনোদপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রেজাউল হককে ৪শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই ইমদাদুল হক শাহিনসহ সঙ্গীয় ফোর্স।