আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতেজরিমানা

আলমডাঙ্গা অফিস : করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লক ডাউন চলছে। লক ডাউনের দ্বিতীয় দিনও আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে ছিল। স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেশ কয়েকজনকে ৬ হাজার ৮ শ’ টাকা জরিমানা করা হয়।
এদিকে কাঁচা বাজার,নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও ওষধ ফার্মেসী ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অন্যদিকে সরকারী বিধি নিষেধ ভঙ্গ করায়
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবিরের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে বেশ কয়েকজন মোটর সাইকেল আরোহীকে জরিমানা করা হয়। তাদের মধ্যে টিটুকে ৫শ’ টাকা, বাবুলকে ৫শ’ টাকা,ডাবলুকে ৫ শ’ টাকা, রবিউল ইসলামকে ৫ শ’ টাকা, ফারুককে ৫ শ’ টাকা,এনামুলকে ৫শ’ টাকা,আজহারুলকে ৩ শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিত স্টোরে ৩ হাজার টাকা ও দত্ত স্টোরে ৫ শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।