আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গতকাল শুক্রবার পৃথক তিনটি স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৫ হাজার ৪শ’টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালন করেছেন।
২৪ জনকে ৩৮শ’ টাকা জরিমানা করা করেন। উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী আল তায়েবা মোড়ে অভিযান চালাই। অভিযানে স্বাস্থ্য বিধি না মেনে এবং মুখে মাস্ক না থাকায় মাহমুদুল হককে ৫’শ, বিপ্লবকে ২’শ, শরিফুল কে ২’শ, সোহাগকে ৫’শ, পলাশকে ২ ’শ, হাদিবকে ২’শ, রাজু ১’শ, জাহিদ ১’শ, ইমরান ১’শ, রাশিদুল ১’শ, মোহাব্বত ১’শ, আমিরুল ১’শ, সিহাবকে ২’শ, রুবেলকে ১’শ, রাজুকে ১’শ, সাগরকে ২’শ, রনিকে ১’শ, রাসেলকে ১’শ, রবিউলকে ১’শ, সাত্তার ১’শ, রাকিবুল ২’শ, আফজাল ১’শ, জাবু ১ ’শ, মুকুল ১’শ, সাদ্দাম ১ ’শ। মোট ৪ হাজর টাকা। একই সময় আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির আলমডাঙ্গার আনন্দধামসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন।
এদের মধ্যে সরোয়ার হোসেনকে ১হাজার ৫ ’শত, মমিনকে ১ হাজার ৫’শ, আতিয়ার রহমানকে ১ হাজার, আব্দুল হোটেলকে ১ হাজার, নুুরালিকে ৫’শ, আনারুলকে ৫’শ, জিন্নাতকে ৫’শ, তামুজ আলীকে ৫’শ, মিলনকে ২’শ, আবু আহাদকে ২’শ, মোট ৭ হাজার ৪’শ টাকা। চুয়াডাঙ্গা থেকে আগত ২ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জজামান বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত বিসিয়ে ৩ হাজার ৪ শত টাকা জরিমানা করেছে। মোট ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এস আই আশরাফুল ইসলাম।