আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত হালিম (৪০) নামের এক মাদক ব্যবসায়ী ও সেবীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে। বুধবার ওই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেছে।
জানা গেছে,আলমডাঙ্গার হারদী ইউনিযনের প্রাগপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে হালিম একজন মাদব ব্যবসায়ী ও সেবী। বুধবার সন্ধ্যায় তাকে ৪ পুরিয়া গাঁজাসহ ওসমানপুর ক্যাম্প পুলিশ তাকে আটক করে। আটকের পর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে হালিমকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *